Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

“উদ্যোক্তা হয়ে উঠার গল্প, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা”

সাফল্যঃ

বর্তমানে আমার সেবা কেন্দ্রে ১০টি ডেস্কটপ, ২টি ল্যাপটপ কম্পিউটার, ৪টি সাদাকালো ও ২টি কালার প্রিন্টার, ২টি ডিজিটাল ক্যামেরা, ১টি ভিডিও ক্যামেরা, বিটিসিএল কানেকশন, ২টি প্রজেক্টর, স্ক্রীনপ্রিন্ট যন্ত্রাংশ নিয়ে জনগণকে নানাবিধ সেবা দিয়ে যাচ্ছি। বিভিন্ন পেশার মানুষ আসেন আমার কাছে, যেমন- ছাত্র-ছাত্রী, শিক্ষক, এনজিওকর্মী, কৃষক, ব্যবসায়ী, নারী, মৎস্যজীবী ইত্যাদি পেশার জনগণ। সকল প্রকার পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা আমার কাছে হাজির হয় বিনা মুল্যে রেজাল্ট জানার জন্য। বর্তমানে আমার সেবাকেন্দ্রে ১টি মান সম্মত কম্পিউটার ট্রেনিং সেন্টার রয়েছে। ট্রেনিং সেন্টারে অত্র ইউনিয়ন এর সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীগণ কম্পিউটার প্রশিক্ষণ এ অংশগ্রহন করে যুগোপযোগি হয়ে উঠছে। এছারাও অত্র ইউনিয়নের শিক্ষিত বেকার যুবকদের জন্য সান্ধ্যকালীন ১টি আউট সোর্সিং প্রশিক্ষন এর ব্যবস্থা করা হয়েছে। অত্র জেলার স্বনামধন্য আউট সোর্সারগণ সপ্তাহে ১দিন এসে আউট সোর্সিং বিষয়ক ধারনা দিয়ে শিক্ষিত বেকার যুবকদের অনুপ্রাণিত করছেন। উল্লেখ্য যে বর্তমানে আমি ছারাও আরো ৩জন শিক্ষানবিশ উদ্যোক্তার কর্মসংস্থান এই সেন্টারটিতে সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে কয়েকজন শিক্ষানবিশ উদ্যোক্তা এখানে কাজকরে অভিজ্ঞ হয়ে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে বর্তমানে স্ববলম্বী হয়েছেন।

 

ভবিষ্যৎ পরিকল্পনা

১। ভবিষ্যতে ভোটমারী ইউনিয়ন ডিজিটাল সেন্টারটিতে কারিগড়ি শিক্ষাবোর্ডের অধিনে কম্পিউটার প্রশিক্ষণ ইন্সটিটিউট এ রুপান্তরিত করা।

২। একটি আউট সোর্সিং ফার্ম হিসেবে গড়ে তোলা।

৩।এজন্ট ব্যংকিং আউটলেট ও সকল প্রকার মোবাইল ব্যংকিং এ নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।

৪। ভোটমারী ইউনিয়ন এর বেকার যুবক-যুবতীদের নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকরী ভূমিকা রাখা ও আরো অধিক নতুন নতুন সেবা সংযুক্ত করা।

মন্তব্যঃ

ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা পদসৃষ্টি ও প্রশিক্ষণ প্রদান করে সেবা কেন্দ্র পরিচালনার উপযোগী করে তৈরি করতে চেষ্টা করছে স্থানীয় সরকার বিভাগ ও একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম।

আমি সর্বদা ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি কামনা করি। ডিজিটাল বাংলাদেশ গড়ায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার হউক চালিকা শক্তি এমন প্রত্যাশা করি। কৃতজ্ঞতা জানাই যিনি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছেন বলে আমি উদ্যোক্তা হয়ে গর্বিত জীবনের অধিকারী হতে পেরেছি তিনি আমার ডিজিটাল মাতা  বঙ্গকন্যা ডিজিটাল বাংলাদেশের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে। কৃতজ্ঞতা জানাই আমার অভিভাবক এটুআই এর সকল স্যারদের তাদের অক্লান্ত পরিশ্রম ও দিক নির্দেশনার ফলে আজকের আমি এই অবস্থানে। কৃতজ্ঞতা জানাই জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদকে।